Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়টি ১৯৭৯ সালে স্থাপন করা হয। অফিস টি সোনাগাজী মেইন রোড সংলগ্ন তেরিছাপোল এর পশ্চিম পাশ্বে অবস্থিত। উপজেলা পরিষদ হতে প্রায় ২০০ গজ দক্ষিনে নুরজাহান ভবন প্রথম তলার উত্তর পাশ্বে। 

দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, ফেনী'র মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।

১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং ২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন। নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন।

কার্যক্রমঃ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-ভিডাব্লিওবি (ভেনরা কর্মসূচী দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক। দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালনপ্রশিক্ষণ প্রদান, শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়।

 

দপ্তর প্রধানের পদবীঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী উপজেলা, ফেনী