মহিলা বিষয়ক অধিদপ্তর
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।
সিটিজেন চার্টার
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়েজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তীস্থান |
সেবার মুল্য এবং পরিষোধ পদ্ধতি |
সেবা প্রাপ্তির সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল |
মন্তব্য |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০১ |
খাদ্য নিরাপত্তাহীন দুস্থ মহিলা উন্নয়ন (ভিডব্লিউবি) কর্মসুচী
|
ভিডাব্লিউবি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার
নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ। এই কার্যক্রমের অধীনে ভিডাব্লিউবি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়, খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়, গ) ভিডাব্লিউবি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা। ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে মোট উপকারভোগীর সংখ্যা ১০৫০ জন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। নির্বাচীত উপকারভোগীদের নামের তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে। |
উপকারভোগী মহিলা বাছাই/অনলাইন আবেদন ফরম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে বিনা মুল্যে বিতরণ করা হয়। |
০২ বছর বা ২৪ মাস।
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com
|
|
০২ | মা ও শিশু সহায়তা কর্মসূচী |
মা ও শিশু সহায়তা কমসূচীর অধীনে গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- টাকা হারে তিন বছর মেয়াদে ভাতাভোগীদের নিজ নিজ হিসাব নম্বরে ২GPএর মাধ্যমে ভাতা দেওয়া হয়।এবং চুক্তিবদ্ধ এনজিও,র মাধ্যমে জীবন দক্ষতা মুলক এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ প্রদান করা হয়। |
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে অনলাইনে আবেদন করা হয়। |
অনলাইন ফি ৪০/- (চল্লিশ)টাকা পরিষোধ যোগ্য। |
৩ বছর বা ৩৬ মাস |
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
০৩ | “দুস্থ মহিলাদের আত্নকর্ম সংস্থানের জন্য ক্ষুদ্রঋণ” কার্যক্রম। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিতরণকৃত নির্ধারিত ফরমে আবেদনপত্র গ্রহণ। সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করে সহজ শর্তে ৫০০০/- হতে ১৫০০০/- পর্যন্ত ঋণ বিতরন করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সারা বছর আবেদন ফরম বিতনণ ও গ্রহণ।আবেদন ফরমের সাথে ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, নাগরিকত্ব সনদ, ৩০০/- নন-জুডিশিয়াল স্টাম্পে চুক্তি নামা। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হতে সারা বছর বিনা মুল্যে আবেদন ফরম বিতরন করা হয়।ঋণ বিতরনের ০২ (দুই) মাস পর থেকে ১২ কিস্তিতে ৫% সার্ভিস চার্জ সহ ঋণ পরিষোধ/ আদায় যোগ্য। |
০১ বছর বা ১২ মাস।
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com
|
|
০৪ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ কার্যক্রম। |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেউপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে সভা ও উঠান বৈঠকের করা হয়।নারী ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ পেলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে এতদসংক্রান্ত তথ্য প্রদান করা হয়। |
সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়। |
প্রয়োজন মত। |
উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
০৫ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন |
উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধদন প্রদানের লক্ষ্যে পরিদর্শন পূর্বক সুপারিশ করা হয়।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়। সংশ্লিষ্ট সংগঠন নিজ উদ্যোগে গঠনতন্ত্র,কার্যকরি কমিটি,কার্যক্রম সদস্য,ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করবেন। |
সিডিউল ব্যাংকে ট্রেজারী চালানে কোড নং:- ০১-৩০২১-০০০০-২৬৮১ এ নিবন্ধন পি বাবদ ৫০০০/- টাকা এবং প্রতি অর্থ বছরে নবায়ন ফি বাবদ ২০০০/- টাকা জমাদান। |
আবেদন প্রাপ্তির ১৫
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
নিবন্ধনের শর্ত পূরন সাপেক্ষ। |
০৬ |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতিতে অনুদান বিতরন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়।উপজেলা, জেলা ও কেন্দ্রিয় কমিটির অনুমোদন সাপেক্ষে অনুদান বিতরন করা হয়।
|
প্রতি অর্থবছর (জুলাই হতে সেপ্টেম্বের মাসে) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিনা মুল্যে বিতনণ করা হয়। |
সংশ্লিষ্ট অর্থবছরে সমাপ্তির পুর্বে। |
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
০৭ |
যৌতুক, নারী নির্যাতন, ধর্ষন, আত্নহত্যা ও বাল্য বিবাহ নিরোধ কার্যক্রম। |
যৌতুক, নারী নির্যাতন, ধর্ষন, আত্নহত্যা ও বাল্য বিবাহ নিরোধ কল্পে যৌতুক ও বাল্যবিবাহের কুফল এবংআইনগত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায় প্রতি মাসে সভা,উঠান বৈঠকের আয়োজন। কোথাও বাল্যবিবাহের খবর পাওয়া গেলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিরোধকরা। যৌতুকের শিকার নারীর অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে এতদসংক্রান্ত তথ্য প্রদান করা হয়। |
সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়। |
প্রয়োজন মত।
|
উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
০৮ | “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম।
|
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্যক্রমের আওতায় সোনাগাজী উপজেলাধীন ০৯টি ইউনিয়নের তৃনমূল পর্যায়ে ০৫ টি ক্যাটাগরিতে সফল নারীদের খুজ বের করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যাযে সম্মাননা প্রদান।
ক্যাটাগরিঃ ক. অর্থনৈতীকভাবে সাফল্য অর্জনকারী নারী। খ. শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী। গ. সফল জননী নারী। ঘ. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী। ঙ. সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সারা বছর আবেদন ফরম বিতনণ।প্রতি বছর নভেম্বর মাসেআবেদন ফরম গ্রহণ করা হয়।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিনা মুল্যে বিতনণ করা হয়।
|
বছরে ০১ বার। | নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
০৯ | বিভিন্ন দিবস উদযাপন | ১. আন্তর্জাতিক নারী দিবস (০৮ মার্চ )।
২. মা দিবস ( মে মাসের ২য় সপ্তাহের রবিবার )। ৩. মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ )। ৪.জাতীয় কণ্যা শিশু দিবস ( ৩০ সেপ্টেম্বর )। ৫.মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ ৬. আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর )। ৮.বেগম রোকেয়া দিবস ( ৯ ডিসেম্বর )। ৯.মহান বিজয় দিবস ( ১৬ ডিসেম্বর )। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
|
কোন মুল্য পরিশোধ করতে হয়না। | নির্ধারিত দিবস। | উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
১০ | দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
|
সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়।
|
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে। | নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
১১ | সেলাই মেশিন বিতরন। | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষ্যে। | স্ব স্ব উপকারভোগী নিজ দায়িত্বে নিম্মোক্ত কাগজ পত্রাদী সংগ্রহ করবেনঃ
১. ১৫০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। ২. জাতীয় পবরচয় পত্র ও চেয়ারম্যান প্রত্যয়ন পত্র। ৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি উল্লেখ্য প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কপি দিতে হবে। |
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
|
সেলাই মেশিন প্রাপ্তীর দিন থেকে তিন মাসের মধ্যে। | উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
১২ | “WTC" সেলাই প্রশিক্ষণ | উপজেলা পর্যাযে “WTC" সেলাই প্রশিক্ষণ এর মধ্যমে ৩ মাস মেয়াদে সেলায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
|
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।
|
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
|
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে।
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
১৩
|
উপজেলা আইজিএ প্রকল্প বাস্তবায়ন কর্মসূচী। | উপজেলা পর্যাযে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৬০ কর্মদিবস মেয়াদি ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বন্ধ আছে। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকাউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।
|
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
|
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে।
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|
১৪ | কিশোর-কিশোরী ক্লাব কর্মসূচী। | প্রতি ক্লাবে ০১ বছর মেয়াদী ২০টি মেয়ে ও ১০টি ছেলে শিশু কে অর্ন্তভুক্ত করা হয়। | আবেদন পত্র, জন্ম সনদ, ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রধান শিক্ষকের প্রত্যয়ন। তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে। | সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
|
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে।
|
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী। মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০ E-mail:- uwaosonagazi@gmail.com |
|