Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার...

                                                                                                                                                                                                                               মহিলা বিষয়ক অধিদপ্তর

                                                                                                                                                                                                     উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।

                                                                                                                                                                                                                                       সিটিজেন চার্টার

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়েজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তীস্থান

সেবার মুল্য এবং পরিষোধ পদ্ধতি

সেবা প্রাপ্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম,পদবী, ফোন নম্বর ও ই-মেইল

মন্তব্য

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

খাদ্য নিরাপত্তাহীন দুস্থ মহিলা উন্নয়ন (ভিডব্লিউবি) কর্মসুচী











ভিডাব্লিউবি  কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার
নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ
প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে
তাদের জড়িতকরণ। এই কার্যক্রমের অধীনে
ভিডাব্লিউবি কার্ডধারী মহিলাদেরকে
ক) দুই বছর ধরে খাদ্য ও
আর্থিক সুবিধা প্রদান করা হয়,
খ) আয় বর্ধক সচেতনতা
বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়,
গ) ভিডাব্লিউবি চক্র শেষে প্রশিক্ষণ
প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা
প্রদান করা।
২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে মোট উপকারভোগীর সংখ্যা ১০৫০ জন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। নির্বাচীত উপকারভোগীদের নামের তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।

উপকারভোগী মহিলা বাছাই/অনলাইন আবেদন ফরম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে বিনা মুল্যে বিতরণ করা হয়।

০২ বছর বা ২৪ মাস।

 

নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com


 

০২ মা ও শিশু সহায়তা কর্মসূচী

মা ও  শিশু সহায়তা কমসূচীর অধীনে  গর্ভবতী মায়েদের মাসিক ৮০০/- টাকা হারে তিন বছর মেয়াদে ভাতাভোগীদের নিজ নিজ হিসাব নম্বরে ২GPএর মাধ্যমে ভাতা দেওয়া হয়।এবং চুক্তিবদ্ধ এনজিও,র মাধ্যমে জীবন দক্ষতা মুলক এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে অনলাইনে আবেদন করা হয়।

অনলাইন ফি ৪০/- (চল্লিশ)টাকা পরিষোধ যোগ্য।

৩ বছর বা ৩৬ মাস

নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

 

০৩ “দুস্থ মহিলাদের আত্নকর্ম সংস্থানের জন্য ক্ষুদ্রঋণ” কার্যক্রম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিতরণকৃত নির্ধারিত ফরমে আবেদনপত্র গ্রহণ। সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করে সহজ শর্তে ৫০০০/- হতে ১৫০০০/- পর্যন্ত ঋণ বিতরন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সারা বছর আবেদন ফরম বিতনণ ও গ্রহণ।আবেদন ফরমের সাথে ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, নাগরিকত্ব সনদ, ৩০০/- নন-জুডিশিয়াল স্টাম্পে চুক্তি নামা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হতে সারা বছর বিনা মুল্যে আবেদন ফরম বিতরন করা হয়।ঋণ বিতরনের ০২ (দুই) মাস পর থেকে ১২ কিস্তিতে ৫% সার্ভিস চার্জ সহ ঋণ পরিষোধ/ আদায় যোগ্য।

০১ বছর বা ১২ মাস।


নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com


 

০৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ কার্যক্রম।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেউপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে সভা ও উঠান বৈঠকের করা হয়।নারী ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ পেলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে এতদসংক্রান্ত তথ্য প্রদান করা হয়।

সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়।

প্রয়োজন মত।

উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

 

০৫

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধদন প্রদানের লক্ষ্যে পরিদর্শন পূর্বক সুপারিশ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়। সংশ্লিষ্ট সংগঠন নিজ উদ্যোগে গঠনতন্ত্র,কার্যকরি কমিটি,কার্যক্রম সদস্য,ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করবেন।

সিডিউল ব্যাংকে ট্রেজারী চালানে কোড নং:- ০১-৩০২১-০০০০-২৬৮১ এ নিবন্ধন পি বাবদ ৫০০০/- টাকা এবং প্রতি অর্থ বছরে নবায়ন ফি বাবদ ২০০০/- টাকা জমাদান।

আবেদন প্রাপ্তির ১৫
দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা হয়।

নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

নিবন্ধনের শর্ত পূরন সাপেক্ষ।

০৬

স্বেচ্ছাসেবী মহিলা সমিতিতে অনুদান বিতরন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়।উপজেলা, জেলা ও কেন্দ্রিয় কমিটির অনুমোদন সাপেক্ষে অনুদান বিতরন করা হয়।

প্রতি অর্থবছর (জুলাই হতে সেপ্টেম্বের মাসে) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিতনণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিনা মুল্যে বিতনণ করা হয়।

সংশ্লিষ্ট অর্থবছরে সমাপ্তির পুর্বে।

নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

 

০৭

যৌতুক, নারী নির্যাতন, ধর্ষন, আত্নহত্যা ও বাল্য বিবাহ নিরোধ কার্যক্রম।

যৌতুক, নারী নির্যাতন, ধর্ষন, আত্নহত্যা ও বাল্য বিবাহ নিরোধ কল্পে যৌতুক ও বাল্যবিবাহের কুফল এবংআইনগত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায় প্রতি মাসে সভা,উঠান বৈঠকের আয়োজন। কোথাও বাল্যবিবাহের খবর পাওয়া গেলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিরোধকরা। যৌতুকের শিকার নারীর অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে এতদসংক্রান্ত তথ্য প্রদান করা হয়।

সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়।

প্রয়োজন মত।
উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

 

০৮ “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম।





“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্যক্রমের আওতায় সোনাগাজী উপজেলাধীন ০৯টি ইউনিয়নের তৃনমূল পর্যায়ে ০৫ টি ক্যাটাগরিতে সফল নারীদের খুজ বের করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যাযে সম্মাননা প্রদান।
ক্যাটাগরিঃ
ক. অর্থনৈতীকভাবে সাফল্য অর্জনকারী নারী।
খ. শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
গ. সফল জননী নারী।
ঘ. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী।
ঙ. সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে সারা বছর আবেদন ফরম বিতনণ।প্রতি বছর নভেম্বর মাসেআবেদন ফরম গ্রহণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে আবেদন ফরম বিনা মুল্যে বিতনণ করা হয়।
বছরে ০১ বার। নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

০৯ বিভিন্ন দিবস উদযাপন ১. আন্তর্জাতিক নারী দিবস (০৮ মার্চ )।
২.জাতীর ফিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ )।
৩. মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ )।
৪. মা দিবস ( মে মাসের ২য় সপ্তাহের রবিবার )।
৫.বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকি ( ৮আগষ্ট )।
৬. জাতীয় শোক দিবস (১৫আগষ্ট )।
৭. জাতীয় কণ্যা শিশু দিবস ( ৩০ সেপ্টেম্বর )।
৮.আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর )।
৯.বেগম রোকেয়া দিবস ( ৯ ডিসেম্বর )।
১০. মহান বিজয় দিবস ( ১৬ ডিসেম্বর )।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
কোন মুল্য পরিশোধ করতে হয়না। নির্ধারিত দিবস। উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

১০ দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সকল সেবা বিনা মুল্যে দেওয়া হয়।
বরাদ্ধ প্রাপ্তীর  সাপেক্ষ্যে। নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

১১ সেলাই মেশিন বিতরন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষ্যে। স্ব স্ব উপকারভোগী নিজ দায়িত্বে নিম্মোক্ত কাগজ পত্রাদী সংগ্রহ করবেনঃ
১. ১৫০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প।
২. জাতীয় পবরচয় পত্র ও চেয়ারম্যান প্রত্যয়ন পত্র।
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি উল্লেখ্য প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত কপি দিতে হবে।
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
সেলাই মেশিন প্রাপ্তীর দিন থেকে তিন মাসের মধ্যে। উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

১২ “WTC" সেলাই প্রশিক্ষণ উপজেলা পর্যাযে “WTC" সেলাই প্রশিক্ষণ এর মধ্যমে ৩ মাস মেয়াদে সেলায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
বরাদ্ধ প্রাপ্তীর  সাপেক্ষ্যে।
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

১৩
উপজেলা আইজিএ প্রকল্প বাস্তবায়ন কর্মসূচী। উপজেলা পর্যাযে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৬০ কর্মদিবস মেয়াদি ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষণ প্রদান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকাউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে।
সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে।
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com

১৪ কিশোর-কিশোরী ক্লাব কর্মসূচী। প্রতি ক্লাবে ০১ বছর মেয়াদী ২০টি মেয়ে ও ১০টি ছেলে শিশু কে অর্ন্তভুক্ত করা হয়। আবেদন পত্র, জন্ম সনদ, ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রধান শিক্ষকের প্রত্যয়ন। তালিকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে। সেবার মুল্য পরিশোধ করতে হয়না।
বরাদ্ধ প্রাপ্তীর সাপেক্ষ্যে।
নার্গিস আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনাগাজী, ফেনী।
মোবাইলঃ০১৫৫২৩৮৪৯১০
E-mail:-
uwaosonagazi@gmail.com